আইন ভঙ্গের দায়ে আমান সি ফুডের পরিচালকদের জরিমানা
প্রচ্ছদ » আজকের সংবাদ » আইন ভঙ্গের দায়ে আমান সি ফুডের পরিচালকদের জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আমান সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৬০২তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে স্বতন্ত্র পরিচালকদের এই জরিমানার বাইরে রাখা হয়েছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৫ শেষ হওয়া প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০১৫ শেষ হওয়া হিসাববছরের আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। এর মাধ্যমে কোম্পানিটির পরিচালকরা বিএসইসির আইন লঙ্গন করেছে। ফলে অভিযুক্তদের এই জরিমানা গুণতে হবে।