আফ্রিদির শ্রদ্ধা মিসবাহ-ইউনিসের প্রতি

প্রচ্ছদ » Uncategorized » আফ্রিদির শ্রদ্ধা মিসবাহ-ইউনিসের প্রতি

পুঁজিবাজার রিপোর্ট ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ২০ বছর পাকিস্তানের হয়ে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির বিদায়টা বর্ণিলভাবে হয়নি। তবে নিজের আনুষ্ঠানিক বিদায় নিয়ে ক্ষোভ থাকলেও দীর্ঘদিনের দুই সতীর্থ মিসবাহ-উল-হক ও ইউনিস খানের ক্ষেত্রে এমনটা চাইছেন না আফ্রিদি। কৃতিত্বের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এ অলরাউন্ডার।

এক ভিডিও বার্তায় মিসবাহ ও ইউনিসের বিদায় নিয়ে আফ্রিদি জানান, ‘আমি তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই। প্রত্যেকেই মিসবাহ ও ইউনিসের সেবার কথা জানে।নিঃস্বার্থভাবে পাকিস্তান ক্রিকেটের সেবা করায় দেশের জনগণ এবং নিজ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

অবসরের পর মিসবাহ ও ইউনিসের অভিজ্ঞতাকে ঘরোয়া ক্রিকেটে কাজে লাগানোর প্রয়োজন অনুভব করেন আফ্রিদি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমরা সর্বদাই ঘরোয়া ক্রিকেটের উন্নতির কথা বলে আসছি। আমাদের দুই গ্রেট ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছিলেন। তারা আমাদের ঘরোয়া ক্রিকেটের সব সমস্যা সম্পর্কে অবগত রয়েছেন। ঘরোয়া ক্রিকেটের গঠন প্রণালী পরিবর্তনের জন্য পিসিবির উচিত তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা।’

ওয়েস্ট ইন্ডিজের ডোমিনিকোতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। এই ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের কাতারে যোগ দিবেন এই দুই গ্রেট তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *