আবার কর্মবিরতিতে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা

প্রচ্ছদ » Uncategorized » আবার কর্মবিরতিতে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আগামী ১ রমজান থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা। আগামীকাল রোববার মাংস ব্যবসায়ীদের সমিতি নতুন এই কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে। সমিতির বরাত দিয়ে দেশের একটি দৈনিকের অনলাইন এ তথ্য জানিয়েছে।

এর আগে কয়েকটি দাবিতে গত ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ দিনের কর্মবিরতি পালন করে তারা। ওই কর্মবিরতির জেরে মাংসের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামের ফলে গরুর মাংস বিক্রি কমে গেছে। তাই ১ রমজান থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন তারা।

রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারদারদের খাজনার নামে ‘চাঁদাবাজির’ কারণে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে অভিযোগ ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির।

এ সমস্যা সমাধান হলে ব্যবসায়ীরা কেজি ৩০০ টাকা দামে গরুর মাংস খাওয়ানোর কথা জানান। কিন্তু বিষয়টি নিয়ে এখনো সুরাহা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *