
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:
এবার নিন্দুকদের উপর বেশ ক্ষেপেছেন আনুশকা শর্মা। নিজের দ্বিতীয় প্রযোজনা ‘ফিল্লৌরি’ নিয়ে আবারো সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ ছবির সিংহভাগ অর্থ নাকি প্রেমিক বিরাট কোহলি থেকে নেওয়া। আর এতেই চটেছেন আনুশকা।
নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে বেশ বড় একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন একটি ছবি প্রযোজনা তিনি একাই করতে পারেন। এজন্য কারও সাহায্যের দরকার নেই বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
গত সপ্তাহে কিছু গণমাধ্যমে কাহিনী চুরির অভিযোগ দেওয়া হয়েছে। বলা হচ্ছে হলিউডের ২০০৫ সালের মুক্তি পাওয়া ‘কর্পস ব্রাইড’ ছবির ভারতীয় সংস্করণ হচ্ছে ‘ফিল্লৌরি’। সেখানে নায়িকা যেরকম মৃত আত্মা তেমনি এখানেও আনুশকা মৃত আত্মা। শুধু তাই নয়, কাহিনীর শুধু পাশ্চাত্য ভাবধারা লোকেশন ও আবহাওয়ার জায়গায় ভারতীয় দৃষ্টিকোণ বসিয়ে এ ছবি বানাচ্ছেন তিনি।
আনভিয়া দত্তের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আনসাই লাল। এ বছর মার্চের ২৪ তারিখ মুক্তি পেতে যাওয়া এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, দিলজিৎ দোসাঞ্জ, সুরাজ শর্মা ও মেহরিন পীরজাদা প্রমুখ।