উভয় স্টকে দরপতন, কমেছে লেনদেনের পরিমান

প্রচ্ছদ » Uncategorized » উভয় স্টকে দরপতন, কমেছে লেনদেনের পরিমান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টানা দুইিদন সূচেকর পতন হয়েেছ। গত তিন দিনের হাজার কোটি করে লেনদেন হলে ৌ আজ লেনদেন অনেক কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৫ শতাংশ লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে বাজারের ভিত হচ্ছে ব্যাক খাত। আর ব্যাংকখাতের দরপতনের কারণে বাজারের পতন। এছাড়া ক্রেয়র চেয়ে বিক্রয়ের চাপ ছিল বেশি। বিশেষ করে মাসের শেষের দিকে ক্রয়ের চেয়ে বিক্রয় বেশি করে থাকেন। যার ফলে বাজারেে এই পরিস্থিতি।তবে এতে িচন্তার কিছু নেই বলে মনে করছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৬৩ কোটি ৭৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৭১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *