
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শিল্পীদের পাশাপাশি ওপার বাংলার শিল্পীদেরও অসংখ্যবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অভিনয় করতে দেখা গেছে। কিন্তু ওপার বাংলার সুপারস্টার জিৎকে কখনোই বিএফডিসিতে শুটিং করতে দেখা যায়নি। তবে আগামীকাল ১৩ এপ্রিল থেকে বিএফডিসিতে এ সুপাস্টারকে ‘বস-টু’ শিরোনামের সিনেমার শুটিংয়ে দেখা যাবে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ।
এ প্রসঙ্গে আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘জিৎ এবারই প্রথম বিএফডিসিতে শুটিং করতে যাচ্ছেন। এর আগে বাংলাদেশে শুটিং করলেও বিএফডিসিতে করেননি। বস-টু সিনেমার শুটিং আগামীকাল থেকে শুরু হবে। এজন্য কয়েকদিন তিনি ঢাকায় থাকবেন।’
কলকাতার রোমান্টিক ও অ্যাকশনধর্মী ‘বস’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন খ্যাতনামা কোরিওগ্রাফার বাবা যাদব। দারুণ ব্যবসা করে সিনেমাটি। এরপরে এর সিক্যুয়েল ‘বস-টু’ নির্মাণ করা হচ্ছে। এবার সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব। এতে জিতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার গ্ল্যামার গার্ল শুভশ্রী ও বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এর আগে ঢালিউডের নুসরাত ফারিয়া ও টলিউডের জিৎকে একসঙ্গে দেখা যায় ‘বাদশা’সিনেমায়। এ সিনেমাটিও দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছে।