এটিএম বুথ নিময়িত নিরীক্ষার নির্দেশ

প্রচ্ছদ » Uncategorized » এটিএম বুথ নিময়িত নিরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : নিময়িত ব্যাংকের অটোমোটেড টেলার মেশিন (এটিএম) বুথ নিরীক্ষার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এ ছাড়া পরিপত্র ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতি মাসে কমপক্ষে ব্যাংকের ২০টি এটিএম বুথ নিরীক্ষা করতে হয়েছে। আর যেসব ব্যাংকের ২০টির কম এটিএম বুথ রয়েছে, তার সবগুলো বুথ নিরীক্ষা করে প্রতিবেদন তৈরি করতে হবে।

একই সঙ্গে বুথ সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ব্যাংককে তার নিজস্ব ব্যবস্থাপনায় এক বছরের জন্য সংরক্ষণও করতে হবে।

এর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি জারিকৃত পরিপত্রে প্রতিমাসে দৈবচয়নের ভিত্তিতে বুথ নিরীক্ষার কথা বলা হয়। এবার কয়টি বুথ নিরীক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পরিপত্রে আরো বলা হয়েছে, অনলাইনে হোটেল বুকিং ব্যতিত অন্য সবক্ষেত্রে পস (পয়েন্ট অব সেলস্)-এ ম্যানুয়াল কি ইন্ট্রি মুড রহিত করা হয়েছে। এর আগে সব ধরনের কেনাকাটায় ম্যানুয়াল কি ইন্ট্রি মুড রহিত ছিল। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো হোটেল নির্বাচনের ক্ষেত্রে উক্ত হোটেলে অনলাইন বুকিংয়ের প্রয়োজনীয়তাসহ নিরাপত্তার বিষয়সমূহ সতর্কতার সঙ্গে বিবেচনা করবে। প্রত্যেকটি হোটেল একটি ব্যাংক কর্তৃক শুধুমাত্র একটি পস-এ ম্যানুয়াল কি এন্ট্রি মুড চালু রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *