ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা পাচ্ছে ৬৬ কোটি টাকা

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা পাচ্ছে ৬৬ কোটি টাকা

biniyougনিজস্ব প্রতিবেদক : ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের দ্বিতীয় মেয়াদে বিতরণ শুরু হয়েছে। দ্বিতীয় মেয়াদের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই টাকা নিয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার প্রতিষ্ঠানটির কাছে ২২ কোটি ৯১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেকটি তুলে দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। চেকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাশেদুল হক ও প্রধান পরিচালনা কর্মকর্তা এ.এস.এম আহসান হাবীব। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল আলম, উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম ও ইন্টান্যাশনাল সিকিউরিটিজের কমপ্লায়েন্স ও মানব সম্পদ বিভাগের প্রধান নাজমুস সাকিব।

এ বিষয়ে উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য গঠিত ফান্ডের জন্য দ্বিতীয় বারের জন্য যারা আবেদন করেছে, তাদেরকে এই ফান্ড দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ১১টি প্রতিষ্ঠান মোট ১০৭ কোটি ৬৪ লাখ টাকার জন্য আবেদন করেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আবেদন অনুমোদন হয়েছে। এই চারটি প্রতিষ্ঠানের মধ্যে ইন্টান্যাশনাল সিকিউরিটিজের ২২ কোটি ৯১ লাখ টাকা, ফনিক্স সিকিউরিটিজের ১৪ কোটি ২ লাখ টাকা, রিলায়েন্স সিকিউরিটিজের ২১ কোটি ৩০ লাখ টাকা ও বিএমএসএল ইনভেস্টমেন্টের ৮ কোটি ৪ লাখ টাকা। বাকী প্রতিষ্ঠানের আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ, ২০১০ সালে ধসের পরিপ্রেক্ষিতে মার্জিন ঋণ গ্রহীতা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঘোষণা করা হয়। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মাঝে ৬৪২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর সুদসহ আদায় হয়েছে ৬৮৬ কোটি টাকা। ওই ৯০০ কোটি টাকার মধ্যে এখনো ২৫৭ কোটি ৪০ লাখ টাকার মত জমা আছে। এই টাকা থেকেই প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় মেয়াদে টাকা দেওয়া হচ্ছে। এই ফান্ডের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। ৬ শতাংশ সুদ হারে টাকা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

সূত্র: অর্থসূচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *