চলতি মাসেই মূল মার্কেটে আসতে পারে আলিফ ইন্ডাস্ট্রিজ

প্রচ্ছদ » Uncategorized » চলতি মাসেই মূল মার্কেটে আসতে পারে আলিফ ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরার আইনি শর্ত পূরণ করায় আলিফ ইন্ডাস্ট্রিজকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনাপত্তি পত্র দিয়েছে। এতে চলতি মাসেই কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে পুনঃতালিকাভুক্ত হতে পারে।

আলিফ ইন্ডাস্টিজের আগের নাম সজীব নিটওয়্যার। আলিফ গ্রুপ ২০১০ সালে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনে এর মালিকানা নেয়। এর আগে ২০০৯ সালের ৪ অক্টোবর বন্ধ বা লোকসানি বা কাগুজে শেয়ার থাকার কারণে ৫০ কোম্পানির সঙ্গে সজীব নিটওয়্যারকেও তালিকাচ্যুত করেছিল ডিএসই। বিএসইসি জানায়, আলিফ ইন্ডাস্ট্রিজ মূল বাজারে ফিরতে প্রায় সব শর্ত পূরণ করেছে।

ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কোম্পানিটির মূল বাজারে ফিরতে এখন আর বাধা নেই।গত রোববার এক চিঠিতে কোম্পানিটির বিষয়ে নিয়ন্ত্রক মূল মার্কেটে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। পর্ষদের অনুমতিসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে অন্তত দুই সপ্তাহ লাগবে।

আলিফ গ্রুপ মালিকানায় এসে কোম্পানিটিতে নতুন বিনিয়োগ করে এবং এর ব্যবস্থাপনা ও ব্যবসায় পরিকল্পনায় বড় পরিবর্তন আনে। এতে মুনাফায় ফেরে কোম্পানিটি। বর্তমানে এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। মালিকানার ৭০ শতাংশই আলিফ গ্রুপের কাছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি ওটিসিতে সর্বশেষ ১০০ টাকা দরে কেনাবেচা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *