চিটাগংয়ের মিসবাহ বাহিনীর লক্ষ্য ১৭১

প্রচ্ছদ » Uncategorized » চিটাগংয়ের মিসবাহ বাহিনীর লক্ষ্য ১৭১

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শুরুটা ধীর গতির হলেও শেষ দিকে ব্যাট হাতে চিটাগংয়ের বোলারদের উপর চড়াও হলেন আরিফুল হক ও ব্র্যাথওয়েট। এ দুই জনের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে খুলনা। জয়ের জন্য মিসবাহ বাহিনীর প্রয়োজন ১৭১।

ঢাকা পর্বে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওপেন করতে আসেন ওয়ালটন ও শান্ত। কিন্তু দলীয় ছয় রানের সময়ই খুলনা শিবিরে আঘাত হানেন সানজামুল ইসলাম। মাত্র ৫ রানেই ওয়ালটনকে সানজামুল তার ঘূর্ণিতে বোকা বানিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত করান।

এরপর আবারও সেই সানজামুলের আঘাত। দলীয় ১৩ রানের সময় ক্লিঙ্গারকে এলবির ফাঁদে ফেলেন। এরপর শান্তকে সরাসরি বোল্ড করে দেন মোনাভিরা। আর রুশোকে ব্যক্তিগত ১৫ রানের সময় তাসকিন তার শিকারে পরিণত করেন।

চতুর্থ উইকেটে অধিনায়ক রিয়াদ ও আরিফুল দলের হাল ধরেন। দুইজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। ব্যক্তিগত ৪০ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ। শেষ দিকে ব্র্যাথওয়েট ও আরিফুল ৫৫ রানের জুটি গড়লে ১৭০ রানের সংগ্রহ পায় খুলনা। ব্র্যাথওয়েট ৩০ ও আরিফুল করেন ৪০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *