ছেলেকে কার কাছে রেখে আসলে খুশি হতেন শাকিব : অপু বিশ্বাস
প্রচ্ছদ » বিনোদন » ছেলেকে কার কাছে রেখে আসলে খুশি হতেন শাকিব : অপু বিশ্বাস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে কলকাতায় গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। আঘাত পান কোমর ও শরীরে। সিজার করা স্থানে রক্তপাতও হয়েছে। বাধ্য হয়েই শুক্রবার সকালে কলকাতায় নিজের ব্যক্তিগত ডাক্তার দেখাতে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন না কেউই।
ছেলে আব্রাম খান জয়কে রেখে গেছেন বাড়িতেই। ছেলেকে বাসায় একা রেখে গেছেন অপু এই খবর শুনে রেগে ছেলেকে নিজের কাছে আনতে ছুটে যান স্বামী শাকিব খান। সেখানে গিয়ে তিনি বাসা তালাবন্ধ পান। তাই দেখে নিকেতনের স্থানীয় হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর শাকিবের বরাত দিয়ে জাগো নিউজসহ প্রকাশ হয় বেশ কিছু সংবাদ। যেখানে দাবি করা হয় হয়েছে, ছেলেকে তালাবন্দী পেয়ে পুলিশে অভিযোগ করেছেন শাকিব খান। অপুর বিরুদ্ধে অসচেতন মাতৃত্বের অভিযোগও করেন তিনি। কিন্তু কলকাতা থেকে ম্যাসেঞ্জারে আলাপকালে জাগো নিউজের কাছে এসব খবর ও শাকিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অপু বিশ্বাস। লিখেছেন লিমন আহমেদ