
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশে প্রথমবারের মতো এলপিজি আমদানির জন্য জাহাজ কিনেছে বেক্সিমকো পেট্রোলিয়াম। এর মাধ্যমে দেশের এলপিজি খাতে নতুন যুগের শুরু হলো বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
২ হাজার ৭০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার বেক্সপেট্রো-ওয়ান নামের জাহাজটি সরাসরি বেক্সিমকো পেট্রোলিয়ামের কারখানায় এলপিজি সরবরাহ করবে।
নিজস্ব জাহাজে পণ্য আমদানির কারণে খরচ কমবে ও কার্যকর সরবরাহ চ্যানেল তৈরি হবে।
ডিসেম্বরের শুরুর দিকে বেক্সপেট্রো-ওয়ানে প্রথম এলপিজির চালান দেশে আসবে বলে আশা করা হচ্ছে। এমন আরো দুটি জাহাজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।