টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে কয়েক দিনের টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। এতে বাজারের এই পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি দাবিসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।
আজ বুধবার লেনদেন শেষে ডিএসই কার্যালয়ের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বিনিয়োগকারীরা চলমান পরিস্থিতির উত্তোরণ দাবি করেন। তারা বলেন, নানা ইস্যুতে পুঁজিবাজারে অব্যাহত দরপতন চলছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। বাজারের এই পতন না থামলে আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে।
বাজার উন্নয়নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, এক্সপোজার সমস্যার সামাধন, কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে শক্তিশালীকরণের কথা বলেন বিনিয়োগকারীরা।
এসময় বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।