ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেওয়ার পরামর্শ
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেওয়ার পরামর্শ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণাত্মক না হয়ে গণমাধ্যমের উপদেশ নিতে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। স্থানীয় সময়শুক্রবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন টার্নবুল।
সাংবাদিকরা টার্নবুলের কাছে ডোনাল্ড ট্রাম্পের সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক মনোভাব সম্পর্কে বক্তব্য জানতে চান। এর পরিপ্রেক্ষিতে টার্নবুল এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘অসৎ’ ও ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেন।
কুইন্সটাউনে ওই অনুষ্ঠানে টার্নবুল বলেন, ‘উইনস্টন চার্চিল একবার বলেছিলেন যে সংবাদপত্রের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ, সমুদ্রের বিরুদ্ধে নাবিকের অভিযোগের মতোই।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল আরো বলেন, ‘এখানে বিতর্কের কিছু নেই। আমরা আমাদের কাজ করব, আর গণমাধ্যম তাঁদের কাজ করবেন। আর আমরা তো গণমাধ্যমের সঙ্গেই বাস করছি।’ এ সময় গণমাধ্যমে কর্মরত সবাইকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান টার্নবুল।