ডিএসইতে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা বা ৮ দশমিক ০৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১ হাজার ২৬ বারে ২১ লাখ ৯০ হাজার ৬৫৮টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের দর কমেছে ৩ টাকা বা ৫ দশমিক ৬৬ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ বারে ৫৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯০ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্সুরেন্স, হাক্কানী পাল্প, ন্যাশনাল ফীডস, বিডি ফাইন্যান্স, কে অ্যান্ড কিউ, মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ইন্সুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *