ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ৩১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩৯৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০৯ বারে ২৬ হাজার ৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৫ দশমিক ৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ৭৯৯ বারে ৫২ লাখ ৯৪ হাজার ৭২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩৪ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৫৯৯ বারে ১ লাখ ৩৮ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ন্যাশনাল টিউবস, রিজেন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, জিকিউ বলপেন, লিন্ডে বাংলাদেশ এবং জেএমআই সাইরিংগেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *