দর বাড়ার শীর্ষে আইপিডিসি

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আইপিডিসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩২৭ বারে ৩৫ লাখ ৮৭ হাজার ৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ২৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি এক হাজার ৯৫৫ বারে ৫৪ লাখ ৮৭ হাজার ১৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের ৮ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল ইন্স্যুরেন্স, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, এএফসি অ্যাগ্রো ও লংকাবাংলা ফিন্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *