দর বাড়ার শীর্ষে ফার্মা এইডস

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ফার্মা এইডস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২৪ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৩০৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৮ বারে ১ লাখ ৫৫ হাজার ৩৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৪০ বারে ১২ লাখ ৬১ হাজার ৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেকিট বেনকিজার ১২২ টাকা ৫ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৪১৪ বারে ১৫ হাজার ২২৪টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণফোন, পিপলস ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *