দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা : চালক নিহত
প্রচ্ছদ » সারাদেশ » দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা : চালক নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপ চালক সোহাগ মিয়া (১৯) নিহত হয়েছেন। বুধবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কেশবপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।