নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল নারীর মরদেহ
প্রচ্ছদ » সারাদেশ » নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল নারীর মরদেহ
রাজশাহী প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পর রাজশাহীর পুঠিয়ার নারদ নদী থেকে রজুফা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রজুফা বেগম উপজেলার শিবপুর বিহারিপাড়া গ্রামের মৃত জসিম উাদ্দিন মণ্ডলের মেয়ে। তার স্বামী নেই। গত বুধবার বোনের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রজুফা। এরপর বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ভাসমান মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য দুপুরের পর মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
ওসি আরও জানান, মরদেহে পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি নিহতের স্বজনরা। তিনি হত্যাকণ্ডের শিকার হয়েছেন কি-না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এনিয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।