পদ্মা সেতুর ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি শুরু

প্রচ্ছদ » Uncategorized » পদ্মা সেতুর ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি শুরু

padma-1পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তৃতীয় স্প্যানের পর এবার পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। ৭-ই নম্বর স্প্যানটি ওয়ার্কসপের পেইন্টিং শেডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার এটি নেয়ার পর থেকেই রং করার আগের কাজগুলো করা হচ্ছে।

স্প্যানটি বহনের জন্য ৩৬শ টন ওজন বহনের ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেনটি বিশেষায়িত ওয়ার্কশপের জেটির অপর প্রান্তে নোঙর করা হয়েছে। ৭-ই নম্বর স্প্যানটি বহন করে নিয়ে ৪০ ও ৪১ নম্বর পিলারের উপরেই বসবে ৪র্থ স্প্যান। ৪১ নম্বর পিলারটি স্প্যান বসানোর উপযোগী করা হচ্ছে বলে জানিয়েছে বাসস।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, চতুর্থ স্প্যান লাগাতে লাগাতে ৪২ নম্বর খুঁটিও উপযোগী হয়ে যাবে। তাই পঞ্চম স্প্যান অর্থাৎ ৭-এফ স্প্যান বসবে ৪১ ও ৪২ নম্বর খুঁটিতে।

এর আগে গত ১১ মার্চ শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচার তৃতীয় স্প্যান বসানো হয়। এর ফলে ৪৫০ মিটার দৃশ্যমান হয় পদ্মা সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *