পাল্টাপাল্টি অভিযোগ অত পর শুটিংয়ে শম্পা

প্রচ্ছদ » Uncategorized » পাল্টাপাল্টি অভিযোগ অত পর শুটিংয়ে শম্পা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত অভিনেত্রী শম্পা হাসনাইন। সম্প্রতি এ অভিনেত্রীর বিরুদ্ধে শিডিউল ফাঁসানের অভিযোগ তুলেন ‘মেঘকন্যা’ সিনেমার নির্মাতা মিনহাজুল ইসলাম। এদিকে চিত্রনায়িকা শম্পাও এ নির্মাতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেন।

নির্মাতা ও নায়িকার পাল্টা-পাল্টি অভিযোগের পর আজ রোববার (৯ এপ্রিল) শুটিংয়ে অংশ নেন শম্পা। সকাল থেকে উত্তরার একটি শুটিং সেটে ‘মেঘকন্যা’ সিনেমার শেষ লটের শুটিং করছেন শম্পা। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিনেমাটির নির্মাতা মিনহাজুল ইসলাম।

মিনহাজুল ইসলাম মিনহাজ রাইজিংবিডিকে বলেন, ‘‘সকাল থেকে উত্তরায় ‘মেঘকন্যা’ সিনেমার শুটিং করছি। এতে শম্পা অংশ নিয়েছেন। আগামীকাল সকাল টু সন্ধ্যা শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ করা হবে।’’

এর আগে মিনহাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেছিলেন, ‘শম্পাকে নিয়ে আজ (৩০ মার্চ) উত্তরায় শুটিং করার কথা ছিল। চিত্রনায়ক ফেরদৌস ভাইসহ শুটিংয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু শম্পাকে ফোনে চেষ্টা করেও পাচ্ছি না। শম্পা আমার, প্রযোজকের মোবাইল নাম্বার ব্লক করে রেখেছেন। এ ছাড়া অন্য মোবাইল নাম্বার দিয়ে ফোন করলে আমাদের কথা শোনা মাত্রই ফোন রেখে দেয়।’

তিনি আরো বলেন, ‘শম্পার কোনো সমস্যা থাকলে আমাদের জানাবে কিন্তু কোনো কিছু না জানিয়ে ফোন ব্লক করে রেখেছে। আর চারটি দৃশ্য শুটিং করলেই শম্পার অংশের শুটিং শেষ হবে। তাকে আমরা তার পারিশ্রমিক দিয়ে দিয়েছি। শম্পা শিডিউল না দিলে আমি পরিচালক সমিতিতে বিচার দিব।’

এ বিষয়ে জানতে এ প্রতিবেদক কথা বলেন চিত্রনায়িকা শম্পার সঙ্গে। এ সময় শম্পা রাইজিংবিডিকে বলেন, “মেঘকন্যা’ সিনেমায় আমাকে যে কথা বলে নিয়েছেন শুটিং করতে গিয়ে দেখি তার সঙ্গে মিল নেই। এ ছাড়া সিনেমার পোস্টারেও আমার ছবি নেই। তা ছাড়া আমি একক হিরোইন হিসেবে কাজ করি। এ সিনেমায় স্পেশাল কোনো চরিত্র দেয়া হবে বলে কাজটি করেছি।”

তিনি আরো বলেন, ‘এর আগে দুইবার শিডিউল নিয়ে কাজ করেননি। এতে করে আমার অন্য কাজের ক্ষতি হয়েছে। গত ২৮ মার্চ আমাকে ফোন করে ৩০ তারিখ শুটিং করতে চেয়েছে। আমি তাদেরকে বলেছি এ তারিখে আমার শুটিং ডেট খালি নেই। তারপরও তারা বলছে শিডিউল দিতে। ফোন দিয়ে একই কথা বার বার বলে। তাই ফোন রিসিভ করিনি’

জয়া মিডিয়া প্রযোজিত এ সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শম্পা। এ ছাড়া এতে চিত্রনায়িকা মুনমুনকে দেখা যাবে। সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মিনহাজ অভি। এ সিনেমার গানের সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল ও শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেন মাসুম বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *