পোশাক খাতের জন্য পরামর্শ পরিষদ গঠন করে আদেশ জারি

প্রচ্ছদ » Uncategorized » পোশাক খাতের জন্য পরামর্শ পরিষদ গঠন করে আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সময়ে উদ্ভুত শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নে দেশের পোশাক শিল্প খাতের জন্য ২০ সদস্যের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করে আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরামর্শ পরিষদ গঠন করেছে সরকার। পরামর্শ পরিষদে শ্রমিক, মালিক ও সরকার পক্ষের প্রতিনিধিগণ রয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হচ্ছে এ পরিষদের সভাপতি। মন্ত্রণালয়ের উপসচিবকে (শ্রম) সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে সরকার পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এবং বাণিজ্য, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি।
এছাড়া পরিষদে মালিক পক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন এবং শ্রমিকপক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন সদস্য হিসেবে থাকবেন।

পরিষদ গঠনের আদেশে বলা হয়েছে, নবগঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ দেশের বিদ্যমান সম্পদ এবং সার্বিক আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে সরকারকে পরামর্শ দেবে।

এছাড়া এ পরিষদ গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে অবহিত করবে এবং গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রম সংশ্লিষ্ট আইন, বিধি, নীতি ও পরিকল্পনা বিষয়ে সরকারকে সহায়তা ও পরামর্শ দেবে।

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বছরে কমপক্ষে তিনবার সভায় বসবে জানিয়ে আদেশে বলা হয়, ‘তবে সভাপতি প্রয়োজনবোধ করলে যে কোনো সময় সভা আহ্বান করতে পারবেন।’

সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বহাল থাকবে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য শ্রম মন্ত্রণালয়ের আইন ও শ্রম অধিশাখা সাচিবিক সহায়তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০