বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি ডলার তুলবে এডিবি

প্রচ্ছদ » আজকের সংবাদ » বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি ডলার তুলবে এডিবি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাজারে বন্ড ছেড়ে ৪০০ কোটি ডলার তুলছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি প্রতিষ্ঠানটি এই বন্ড ইস্যু করেছে।

ফিলস্টার ও জিএমএ নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক ব্যাংকটির এ যাবতকালের সবচেয়ে বড় অংকের ইস্যুকৃত বন্ড। ৩ বছর মেয়াদী এই বন্ডের মেয়াদ শেষ হবে ৫ মে, ২০২০।

এই বন্ডের বিপরীতে ১.৬২৫ শতাংশ হারে সুদ পাবে বিনিয়োগকারীরা। প্রতি ৬ মাসে এই সুদ প্রদানযোগ্য।

খবরে আরও বলা হয়, চলতি বছরে এডিবির পুঁজিবাজার থেকে প্রায় ৩ হাজার কোটি ডলার সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এডিবি ৫ বছর মেয়াদী ৩.৭৫ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ে। জাপানের ইয়োকোহামাতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির ৫০তম এজিএমে যা স্টেকহোল্ডারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এডিবির কোষাধ্যক্ষ পিয়েরে ভ্যান পেটঘেম বলেন, এবারের বন্ড ইস্যু আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এডিবির উদ্যোগে বিনিয়োগকারীদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া আসছে তাতে আমি অবিভূত।

বন্ডের ইস্যু ব্যপস্থাপনার কাজ করেছে বিএমও ক্যাপিটাল, সিটি, ডাচেস ব্যাংক ও আরবিসি ক্যাপিটাল মার্কেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *