বাংলাদেশের বিরুদ্ধে ধোনি হেলিকপ্টার শট খেলবেন!

প্রচ্ছদ » আজকের সংবাদ » বাংলাদেশের বিরুদ্ধে ধোনি হেলিকপ্টার শট খেলবেন!

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইঞ্জিনিয়ার ফারুখ ভারতের প্রাক্তন উইকেটকিপার। তিনি জানিয়েছেন এজবাস্টনে বৃহস্পতিবারের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ধোনি নাকি হেলিকপ্টার শট খেলবেন!

আর তিনি সেই শটটা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এই প্রাক্তন ক্রিকেটার মঙ্গলবার আনন্দবাজার-কে জানান, তিনিই নাকি শটটা খেলে দেখানোর জন্য ইংল্যান্ডে ভারতীয় দূতাবাসের এক অনুষ্ঠানে মি.কুলকে চেপে ধরেছিলেন । ধোনিও হাসতে হাসতেই সেটা দেখানোর সম্মতি দিলেন।

ইঞ্জিনিয়ার ফারুখ বলেন, ‘সেমিফাইনালটা দেখতে বার্মিংহামে যেতে পারছি না। তবে টিভি-তে দেখব। একটাও বল মিস করব না।’

ইঞ্জিনিয়ার নিজের ক্রিকেট জীবনেও এ রকম দুঃসাহসিক সব শট খেলতে পছন্দ করতেন । সেই আমলে বিশ্ব একাদশে ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। দারুণ রিফ্লেক্সের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংও সেই নির্বাচনের পিছনে বড় কারণ ছিল। তাই ধোনির হেলিকপ্টার শটের প্রতি তার এই অনুরাগ।

ইঞ্জিনিয়ার বলেন, ‘আমার মনে হয় ভারত-ইংল্যান্ড ফাইনাল হবে। তবে এটাও বলতে চাই যে, বাংলাদেশ বা পাকিস্তানও সহজে লড়াই ছাড়বে না।’

দূতাবাসের ওই অনুষ্ঠানে ভারত অধিনায়ক কোহলিও বলেন, ‘সকলে মনে করছে ভারত, ইংল্যান্ড ফাইনাল হবে। তার জন্য দু’টো দলকেই ভাল খেলে আরও একটা হার্ডল পেরতে হবে।’

কোহলিকে প্রশ্ন করা হয়, সেমিফাইনালে সামনে বাংলাদেশ। কী মনে হচ্ছে? কোহলি বলেন, ‘আমরা যে কাউকে খেলতে প্রস্তুত। যদি আর একটা হার্ডল পেরিয়ে ফাইনালে যেতে পারি, তা হলেই খুশি আমরা।’

তথ্যসূত্র : আনন্দবাজারপত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *