
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টায় মেরুল বাড্ডার মাছ বাজার এলাকার সামনে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের পাশ থেকে অস্ত্রসহ একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
গুলিবিদ্ধ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। ঢামেক রেজিস্টার খাতায় অজ্ঞাত (৩২) নামে তাকে ভর্তি করা হয়েছে।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা.আলাউদ্দিন সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে গুলিটি তার মাথার ভেতরে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আটককৃত ব্যক্তিকে বাড্ডা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।