বিএসইসির চেয়ারম্যানসহ ৩ কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ডিএসই
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিএসইসির চেয়ারম্যানসহ ৩ কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ডিএসই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়ায় বিএসইসির চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিবের পদমর্যাদায় ৩ কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ সোমবার ডিএসইর পরিচালক শাকিল রিজভী এবং পরিচালক মনোয়ারা হাকিম আলী বিএসইসিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অভিনন্দন জানান।
উল্লেখ, গত ১৫ মার্চ সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা লাভ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন।
আদেশ অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত তিনি এই পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি পাবেন ।
২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেন। তিনি যোগ দেন ওই বছরের ১৫ মে। আগামী ১৪ মে তার মেয়াদ শেষ হবার কথা রয়েছে।
একই দিনে প্রশাসনের অতিরিক্ত সচিবের পদমর্যাদা লাভ করেন বিএসইসির ৩ কমিশনার। এরা হলেন- বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, অধ্যাপক স্বপন কুমার বালা।
আদেশ অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত তারা এই পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি পাবেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ এপ্রিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী কমিশান পদের মেয়াদ শেষ হবে ৩ মে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালা ২০২০ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবেন।