বৃহস্পতিবার ৫ কোম্পানির এজিএম
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বৃহস্পতিবার ৫ কোম্পানির এজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
প্রাইম ইন্স্যুরেন্স
এই কোম্পানির এজিএম আগামী ২৯ মার্চ সকাল ১১টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪ তে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
এই কোম্পানির এজিএম সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
লংকাবাংলা ফিন্যান্স
লংকাবাংলার এজিএম সকাল ১০টায় মাইডাস সেন্টার, ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।
আইডিএলসি ফিন্যান্স
আইডিএলসির এজিএম সকাল ১০টায় হোটেল র্যাডিসন ব্লু ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ডাচ-বাংলা ব্যাংক
এই ব্যাংকের এজিএম সকাল ১০টায় হোটেল সোনারগাঁও অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এছাড়া রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম ৩১ মার্চ ও ইনটেক লিমিটেডের ইজিএম আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।