বৈদেশিক মুদ্রার রিজার্ভে সর্বকালের রেকর্ড

প্রচ্ছদ » Uncategorized » বৈদেশিক মুদ্রার রিজার্ভে সর্বকালের রেকর্ড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৩ জানুয়ারি স্থিতি ছিল ৩২ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের রেকর্ড বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সদস্য এ কে এম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক এবং বিগত ৩ জানুয়ারি ২০১৭ তারিখে রিজার্ভের স্থিতি ছিল ৩২ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের রেকর্ড।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে বর্তমান তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি-ডিসেম্বর সময়কালে দেশের সর্বোচ্চ পরিচালন (অপারেটিং) মুনাফা অর্জনকারী ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের মুনাফার পরিমাণ দুই হাজার ২০ কোটি ৫০ লাখ কোটি টাকা।

সরকার দলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তিগত আক্রমণ যেমন- জিরো-ডে ম্যালওয়্যার এবং অ্যাডভান্স পারসিট্যান্স থ্রেটস (এপিটি) ইত্যাদি মোকাবেলার জন্য সাইবার নিরাপত্তা ঝঁকি মূল্যায়ন, তৃতীয় পক্ষের মাধ্যমে গৃহীত সেবাসমূহের ঝুঁকি মোকাবেলার ২৪ ইনটু ৭ কার্যরত তথা নিরাপত্তা কেন্দ্র (ইনফরমেশন সিকিউরিটি ওপারেশন সেন্টার) স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার দলীয় সদস্য এম এ আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে, যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০