ব্লক মার্কেটে ১০৩ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ১০৩ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্লক মার্কেটে আজ বুধবার মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ১৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৩ কোটি ৫৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ণ ক্যাবলস লিমিটেডের। এই কোম্পানির ৪৪ লাখ ৩৮ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৬ কোটি ৫৭ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৪৪ লাখ ৮৮ হাজার ৫৫২টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৯৯ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, বিএটিবিসি এবং সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।