ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ৪৬ কোটি টাকা লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ৪৬ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ১০ কোটি ৪০ লাখ টাকার ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইন্দো-বাংলা ফার্মা ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিডি ল্যাম্পস, ব্রাক ব্যাংক,বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আইএফআইসি, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কোহিনুর কেমিক্যাল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল টিউবস, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটো, সায়হাম কটন, সন্ধানী ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *