
পুঁজিবাজার রিপোর্ট বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। গতকাল রণবীর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি পোস্ট করেন। তারপরই সেগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রকাশিত এসব ছবিতে রণবীরের সঙ্গে একজন নারীকে দেখা গেছে। যদিও তিনি কোনো পরিচিত মুখ নন। এমনকি ছবির ক্যাপশনেও রণবীর তার নাম উল্লেখ করেননি। যে কারণে কৌতূহলও বেড়েছে। তবে একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘একটি বিজ্ঞাপনচিত্রের বিহাইন্ড দ্য সিন’। কিন্তু সেখানে কোনো পণ্যের নাম তিনি উল্লেখ করেননি।
বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে ব্যস্ত রণবীর। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মনীষা কৈরালা, কারিশমা তান্না, পরেশ রাওয়াল প্রমুখ।
সিনেমার পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার ‘জাগ্গা জাসুস’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।