রাষ্ট্রদূতদের শুল্ক মুক্ত গাড়ি জব্দ

প্রচ্ছদ » Uncategorized » রাষ্ট্রদূতদের শুল্ক মুক্ত গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের শুল্ক মুক্ত গাড়ি তাদের ব্যবহারের পর বিভিন্ন চক্রের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে নানান কৌশলে বেচা-কেনা হচ্ছে । সংশ্লিষ্ট সংস্থার অভিযানে অনেক সময় কিছু সংখ্যক গাড়ি উদ্ধার হলেও অধিকাংশ গাড়িই থেকে যায় ধরা ছোয়ার বাহিরে ।বিগত ৩০/৩/১৭ ইং তারিখে গুলশানের এক ধনাট্য ব্যবসায়ী খান মো: আমীর সাহেবের বাড়ি থেকে শুল্ক গোয়েন্দারা বিএমডব্লিউ ৫২৫ আই সিরিজের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেন। এ বিষয়ে ব্যবসায়ী খান মো: আমীর সাহেবের স্ত্রী মিসেস রোকসানা আমীর পুঁজিবাজার রিপোর্টকে বলেন – ২০১৭ ইং সালের জানুয়ারী মাস থেকে আমাদের পূব পরিচিত জনাব মিশু হাসান আমাদের গ্যারেজে ভাড়া হিসেবে উক্ত গাড়িটি রাখেন , তিনি মাঝে মধ্যেই গাড়িটি ব্যবহার করতেন , অধিকাংশ সময় গাড়িটি গ্যারেজেই থাকত , কারন মিশু হাসান প্রায়ই দেশের বাহিরে থাকতেন। এমনকি মাঝে মাঝে গাড়ির চাবিও আমাদের ড্রাইভারের কাছে রেখে যেতেন যাতে করে প্রয়োজনে গাড়িটি সুবিধাজনক ভাবে পাকিং করে রাখা যায়।কিন্তু বিগত ৩০/০৩/১৭ ইং তারিখে শুল্ক গোয়েন্দারা শুল্ক ফাকির অপরাধে গাড়িটি জব্দ করলে আমি এ বিষয়ে অবগত হই এবং এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারন ডায়েরী করি, এ বিষযে জনাব মিশু হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। অনুসন্ধানে আরো জানা যায় এ চক্রটি গুলশান, বারিধারা, বনানীর মত অভিজাত এলাকার নামী-দামী ধনাট্য ব্যবসায়ী ব্যক্তিবগের যস-খ্যাতি ব্যবহার করে , গ্যারেজ ভাড়া করে, অল্প দামের লোভনীয় অফার দিয়ে, বি আর টি এ এর কিছু অসাধু ব্যক্তির সাথে চক্রের সদস্যদের সম্পৃক্ততা , বিভিন্ন কোশলে শুল্ক ফাকি দিয়ে এসব বিলাসবহুল গাড়ি ক্রয়-বিক্রয় করে আসছে যার ফলে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞিত হচ্ছে রাষ্ট্র , তেমনি নানান রকম বিব্রতকর ও মানহানীকর পরিস্থিতির শিকার হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের লোকজন। তাই উক্ত চক্র্রের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনসহ শুল্ক গোয়েন্দা বিভাগ কে আরো ত পর হতে হবে বলে বিশিষ্টজনেরা মনে করেন, তা না হলে যে কেউ এই চক্রের খপ্পরে পরে প্রতারিত হতে পারে, এমনকি গাড়ির মূল্যের দশ গুন পযন্ত জরিমানা এবং জেলও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০