রোগাক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড

প্রচ্ছদ » Uncategorized » রোগাক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড

abbadপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাদারীপুরের বিরল রোগে আক্রান্ত ১৩ বছরের কিশোর আব্বাস শেখের চিকিৎসায় রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীকে সভাপতি করে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ মেডিকেল বোর্ডের সভা রোববার (১লা এপ্রিল) বেলা ১১টায় হাসপাতালের ব্যবস্থপনা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল আজ (শনিবার) সকালে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ ডা. এমএ আজিজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. এমএ আজিজ বলেন, বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের সদস্যেদের দাফতরিকভাবে তা জানানো হয়েছে। তারা সবাই রোববার বেলা ১১ টায় একটি যৌথসভা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, এ মেডিকেল বোর্ডে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭ জন ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এদিকে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের উপ-পরিচালক ডা. আব্দুল মৃধা স্বাক্ষরিত এক আদেশে আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন- ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকী (বোর্ড সভাপতি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়েট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তারেক মাহমুদ ভূঞা, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম খোদেজা নাহার বেগম, সাজারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীন, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ সেলিম মাহমুদ, শিশু বিভাগের প্রধান ডা. রোজিনা আক্তার, ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদা নূর এবং বিএসএমএমইউ’র ভাস্কুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকিবুল হাসান (অপু)।

উল্লেখ্য গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের রাজৈর উপজেলার আব্বাস শেখকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজের নজরে আসে।

এরপর তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রুবাইত ইসলাম মন্টির পরামর্শে আব্বাসকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার দায়িত্ব নেন। ২১ ফেব্রুয়ারি থেকে আব্বাস শেখ সেখানে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০