রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের পুনর্বাসনের লোভ দেখাচ্ছে মিয়ানমার!

প্রচ্ছদ » Uncategorized » রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের পুনর্বাসনের লোভ দেখাচ্ছে মিয়ানমার!

ROHINGYSপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মিয়ানমারের রাখাইন থেকে দেশটির সেনাবাহিনীর দ্বারা বিতাড়িত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখিয়ে পুনর্বাসনের ছক কষছে মিয়ানমার। ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

এতে আরো দাবি করা হয়েছে যে, এরইমধ্যে বিনামূল্যে জমি এবং খাবারের লোভ দেখিয়ে বান্দরবান পার্বত্য অঞ্চলের মারমা ও ম্রো গোষ্ঠীর বেশ কয়েকটি পরিবারকে নিয়ে যেতে সক্ষম হয়েছে তারা।

‘অত্যাচার-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছাড়ছে বৌদ্ধরা’ আন্তর্জাতিক মহলকে এ সংক্রান্ত ধারণা দিতেই এমন কূটচালের আশ্রয় নিয়েছে মিয়ানমার, বলছেন বিশেষজ্ঞরা। বান্দরবানের স্থানীয় কাউন্সিলর মুইং সোয়ি থোয়ি’র বরাতে ওই প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, ‘বিনামূল্যের ভূমি ও খাদ্যের প্রলোভনে আকৃষ্ট হয়ে পার্বত্য ও বনাঞ্চল এলাকার প্রায় ৫০টি আদিবাসী পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে চলে গেছে। গত মাসেও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের গ্রাম থেকে ২২টি পরিবার চলে গেছে সেখানে।’

‘এই পরিবারগুলো প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী কয়েকজনও রয়েছেন। বিনামূল্যে ভূমি, নাগরিকত্ব এবং পাঁচ বছরের জন্য বিনামূল্যে খাবার দেয়া হবে, রাখাইনে যেতে তাদের এমন প্রলোভন দেখিয়েছে মিয়ানমার’ বলেন মুইং সোয়ি থোয়ি। তিনি আরো জানান, ‘এরা অত্যন্ত গরীব। রাখাইনে ফেলে আসা রোহিঙ্গাদের জমিতেই তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে মিয়ানমার।’

সূত্র: ব্যাংকক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *