লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটি ৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ২৪৫ বারে ১৩ লাখ ৬৩ হাজার ৩২১টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৪৬০ বারে ২৯ লাখ ৮৭ হাজার ৯৫৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩২ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্স এক হাজার ২০৮ বারে ২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ২৬ কোটি ৯৭ লাখ টাকা, গ্রামীণফোন ২৫ কোটি ৮৭ লাখ টাকা, লংকাবাংলা ফিন্যান্স ২৫ কোটি ৫৩ লাখ টাকা, আইডিএলসি ২৫ কোটি ১৪ লাখ টাকা, বিবিএস ক্যাবলস ২৩ কোটি ৭৬ লাখ টাকা, সিটি ব্যাংক ২১ কোটি ১৩ লাখ টাকা ও কনফিডেন্স সিমেন্ট ১৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *