শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরে বিশেষ কন্ট্রোল রুম

প্রচ্ছদ » Uncategorized » শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরে বিশেষ কন্ট্রোল রুম

hazrat-shahjalalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত এবং নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আট নম্বর গেটে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বিমান কতৃপক্ষ জানিয়েছে, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত এবং নিহতের স্বজনরা আসবে। তাদের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আজ ১৪ মার্চ বুধবার সকাল ৯ টা পর্যন্ত এখনও কোন স্বজন আসে নাই।

নেপালের কাঠমাণ্ডুতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫১ জন। এর মধ্যে বালাদেশি ২৮ জন। আহতদের মধ্যে ৮ বাংলাদশি কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পর তদন্ত শুরু করেছে নেপাল সরকার। তদন্তে যথাযথ সহায়তার কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী। দুর্ঘটনার সময় কন্ট্রোল টাওয়ারে দায়িত্বরত ৬ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশের বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামালসহ সরকারের একটি প্রতিনিধিদল এখন নেপালে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ৩ সদস্যের কমিটিও তদন্ত করছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাঠমান্ডু গেছেন ড্যাশ-এইট বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান কানাডিয়ান বম্বারডিয়ারের ২ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *