সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » আজকের সংবাদ » সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৪ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৯৭২টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৭ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক এক কোটি ২৫ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ২৯ লাখ টাকা।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ২৫ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা।
আরএসআরএম স্টিল ২১ লাখ ৪৯ হাজার ৮০০ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫৯ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, এসিআই ফরমুলেশনস, বিএটিবিসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সিটি ব্যাংক, ডেসকো, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউসিবি, ইউনাইটেড এয়ারওয়েজ।