সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাতের প্রাধান্য

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাতের প্রাধান্য

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের ৫ কোম্পানি। এর মধ্যে শীর্ষে রয়েছে- ব্র্যাক ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে এসব তথ্য।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ৪৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭৬ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ১ লাখ ৯২ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৫৮ লাখ ৮২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- গ্রামীণফোন, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, শাহাজালাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *