১১ জুন থেকে ধর্মঘট করবেন স্বর্ণ ব্যবসায়ীরা১১ জুন থেকে ধর্মঘট করবেন স্বর্ণ ব্যবসায়ীরা
প্রচ্ছদ » অর্থনীতি » ১১ জুন থেকে ধর্মঘট করবেন স্বর্ণ ব্যবসায়ীরা১১ জুন থেকে ধর্মঘট করবেন স্বর্ণ ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে বাজুসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাজুসের সভাপতি এনামুল হক খান।
তিনি বলেন, আপন জুয়েলার্সের জব্দকৃত সব স্বর্ণালঙ্কার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে। এটি করা না হলে আগামী ১১ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন দেশের স্বর্ণ ব্যবসায়ী। ওই দিন থেকে দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
একইসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের পদত্যাগ দাবি করেছে বাজুস।
বিস্তারিত আসছে …