১৫ মাসের মধ্যে উৎপাদনে আসবে বারাকার কর্ণফুলী পাওয়ার
প্রচ্ছদ » আজকের সংবাদ » ১৫ মাসের মধ্যে উৎপাদনে আসবে বারাকার কর্ণফুলী পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামী ১৫ মাসের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে আসবে বারাকা গ্রুপের নতুন কোম্পানি কর্ণফুলী পাওয়ার লিমিটেড। এটি পুঁজিবাজারের তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান।
আজ রোববার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সই করেছে কোম্পানিটি। বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বের সাথে এ চুক্তি সই হয়েছে।
কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, চুক্তি অনুযায়ী শিকলবাহায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপের কর্ণফুলি পাওয়ার লিমিটেড। ওই কেন্দ্রের জন্য ৬টি নতুন রেসিপ্রকেটিং ইঞ্জিন কেনা হবে। যার জন্য ব্যয় হবে ৩ কোটি ২৮ লাখ ১৫ হাজার ইউরো। এর আগে গত বছরের ৫ জুলাই কর্ণফুলি পাওয়ার প্লান্ট নামে নতুন প্লান্ট পেয়েছে গ্রুপটি। বিশেষ আইনের আওতায় প্লান্টটির অনুমোদন দিয়েছে সরকার।
জানা যায়, কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাহাতে স্থাপিত হবে। যার উৎপাদন ক্ষমতা হবে ১১০ মেগাওয়াট। এ কেন্দ্র থেকে সরকার প্রায় ৮.২৯ টাকা দরে বিদ্যুৎ কিনতে চায়। বাণিজ্যিক উৎপাদন থেকে সরকারকে তারা বিদ্যুৎ দেবে ১৫ বছর।
উল্লেখ, বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হলো বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আর পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান হলো কর্ণফুলী পাওয়ার লিমিটেড। ১১০ মেগাওয়াটের মধ্যে কর্ণফুলির ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে। এটি বারাকা পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান। বাকী ৪৯ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে বারাকা পাওয়ার লিমিটেড।
বারাকা পাওয়ার হচ্ছে অনিবাসী বাংলাদেশিদের একটি কোম্পানি। মোট ৬০ জন অনিবাসী বাংলাদেশি এ কোম্পানি গঠন করে। ২০০৮ সালে কোম্পানিটি ৫১ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা চট্টগ্রামে ৬০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। এখন কর্ণফুলির নামে ১১০ মেগওয়াট পাওয়ার প্লান্ট করার দায়িত্ব দিলো সরকার। এটি হবে একটি আইপিপি। প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি করেছে।
এদিকে, চট্টগ্রামের শিকলবাহায় আরও ১০৫ মেগাওয়াটের নতুন পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে বারাকা গ্রুপ। বারাকা পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান হবে এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন এই পাওয়ার প্ল্যান্ট থেকে কী দরে বিদ্যুৎ নিতে চায়, সেটি নির্ধারিত হয়েছে । কেন্দ্রটি থেকে সরকার ১০.৪৯৫ সেন্ট দরে বিদ্যুৎ কিনতে চায়। এখন প্রধানমন্ত্রীর চুড়ান্ত অনুমোদনের পর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হবে।