২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রচ্ছদ » অর্থনীতি » ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো: নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স এবং এবি ব্যাংক লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স:

আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ+”। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এবি ব্যাংক:

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী এবি ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ১”। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *