আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রনকি

প্রচ্ছদ » Uncategorized » আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রনকি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি।

রনকির জন্ম নিউজিল্যান্ডে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

২০১৩ সালে তিনি আবার নিউজিল্যান্ডে ফেরেন। কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছিলেন ২০১৫ বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের সদস্যও।

রনকির সবচেয়ে স্মরণীয় ইনিংস ২০১৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৯৯ বলে অপরাজিত ১৭০ রান। ২০১৫ সালে টেস্ট অভিষেকে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৮ ও ৩১।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। পরিবারকে আরো বেশি সময় দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *