উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনর শীর্ষে লংঙ্কাবাংলা ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনর শীর্ষে লংঙ্কাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত সপ্তাহে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্থিক খাতের কোম্পানি লংঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডিএসই’তে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের ৪ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা এবং তা পুরো স্টক এক্সচেঞ্জে লেনদেনের ৪.৮৯ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বারাকা পাওয়ারের ১৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ১৪৬ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা, আইডিএলসি ফাইন্যান্সের ১৪১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা, সেন্টাল ফার্মাসিটিক্যালের ১১৭ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালের ১১৫ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকা, এসিআই ফরমুলেশনের ১০৮ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা, আরএসআরএম স্টীলের ১০৩ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ১০২ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকা এবং বেক্সিকো লিমিটেডের ৯৯ কোটি ২৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে, সিএসইতে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের ২৮ লাখ ১৯ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫৫ হাজার টাকা।
সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যাসিফিক ডেনিমসের ১৪ কোটি ৭৪ লাখ ১৯ হাজার, বেক্সিমকো ফার্মাসিটিক্যালের ১২ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ১২ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা, বেক্সিমকো লিমিটেডের ১১ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকা, বিকন ফার্মাসিটিক্যালের ৭ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা, জেনারেশন নেক্সটের ৭ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ৬ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, বারাকা পাওয়ারের ৬ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা এবং ফরচুন সুজের ৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার শেয়ার লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *