কদর বাড়ছে কম পিই’র ব্যাংকের শেয়ারের

প্রচ্ছদ » Uncategorized » কদর বাড়ছে কম পিই’র ব্যাংকের শেয়ারের

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :দীর্ঘ মন্দা কাটিয়ে অবশেষে ব্যাংক খাতের শেয়ারে সুবাতাস বইতে শুরু করেছে। মন্দার কারণে এতদিন যারা ব্যাংক খাতের শেয়ারের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিলেন, এখন তারা নতুন করে ব্যাংক খাতের শেয়ারে ঝুঁকছেন। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক মন্দার কারণে গত কয়েক বছর ব্যাংকগুলো বিনিয়োগকারীদের কাংখিত পরিমাণ ডিভিডেন্ড দিতে পারেনি। তারপরও অন্যান্য খাতের তুলনায় ব্যাংকিং খাত বেশি ডিভিডেন্ড দিয়েছিল।

তাঁদের মতে, গত বছর ব্যাংকগুলোর আমানতের সুদের উপর ব্যয় অনেক কমেছে। ফলে ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পুঁজিবাজারেও পড়ছে। এখন ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে এবং ব্যাংক খাতের শেয়ারদরও বাড়ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতের শেয়ার এখনো বিনিয়োগের জন্য অনেক বেশি ঝুঁকিমুক্ত। কয়েকটি ব্যাংক ঝুঁকিমুক্ত সীমা অতিক্রম করলেও অধিকাংশ ব্যাংকের শেয়ার এখনো ঝুঁকিমুক্ত সীমার মধ্যে অবস্থান করছে।

এছাড়া, ব্যাংকগুলো এখন ডিভিডেন্ড ঘোষণার প্রক্রিয়ায় থাকায় ব্যাংকের শেয়ারে মুনাফা তোলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। সে কারণে ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ক্রমাগত বাড়ছে। তবে বার বার ফোঁড় খাওয়ায় বিনিয়োগকারীরা এখন শেয়ার নির্বাচনের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করছেন। তারা এখন কম পিই’র ব্যাংকের শেয়ারকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে কম পিই’র ব্যাংকের শেয়ারের কদর বাড়ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসানে রয়েছে। অবশিষ্ট ২৯টি ব্যাংক মুনাফায় রয়েছে। মুনাফায় থাকা ব্যাংকগুলোর মধ্যে একমাত্র প্রাইম ব্যাংকের শেয়ার নন-মার্জিনেবল। এর বর্তমান পিই ৬৪.৮৯। বাকি ২৮টি ব্যাংকের শেয়ার মার্জিনেবল। এরমধ্যে সিঙ্গেল ডিজিট পিই অর্থাৎ এক সংখ্যার পিই’র ব্যাংকের শেয়ার ১৫টি।

এগুলো হল-ট্রাস্ট ব্যাংক ৬.১৩, সাউথইস্ট ব্যাংক ৬.৩৩, উত্তরা ব্যাংক ৭.২৮, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ৭.৩১, ওয়ান ব্যাংক ৭.৭৬, ইবিএল ৮.২২, আইএফআইসি ৮.৩৯, এনবিএল ৮.৬৫, ইউসিবি ৮.৭২, আল-আরাফা ব্যাংক ৯.০৮, সিটি ব্যাংক ৯.১২, এমটিবি ৯.২৫, ঢাকা ব্যাংক ৯.৩৯, এবি ব্যাংক ৯.৫ এবং শাহজালাল ব্যাংক ৯.৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০