কুইন সাউথ টেক্সটাইলের লেনদেন শুরু

প্রচ্ছদ » সারাদেশ » কুইন সাউথ টেক্সটাইলের লেনদেন শুরু

queen-south>পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির লেনদেন। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

ডিএসইর ওয়েবসাইট সূত্র এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ট্রেডিং কোড-““QUEENSOUTH”। ডিএসইতে কোম্পানি কোড হবে ১৭৪৭৬ আর সিএসইতে কোম্পানি কোড হবে ১২০৬৪।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৩৭ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ৩০মিনিটে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭৪.০০ শতাংশ। এদিন সকাল ১১টায় এ কোম্পানির মোট ২৮ লাখ ১ হাজার ৩২২টি শেয়ার মোট ৪ হাজার ৩৮৯ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৬১ লাখ ৪৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০