খুলনা বিভাগে করোনায় ৫১ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » খুলনা বিভাগে করোনায় ৫১ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের।

বৃহস্পতিবার (০৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (০৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। এবং শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের। যা ছিল এ পর্যন্ত খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

৫১ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২১, কুষ্টিয়ায় ১০, যশোরে ৬, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩ জন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাট ও মেহেরপুরে মৃত্যু হয়েছে একজন করে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *