চালকের পরিবারকে এসপির পক্ষে আর্থিক সহায়তা দিলেন মানবিক ওসি

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » চালকের পরিবারকে এসপির পক্ষে আর্থিক সহায়তা দিলেন মানবিক ওসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ময়মনসিংহে রিকশায় ঢলে পড়ে মারা যাওয়া রিকশা চালক মোকছেদ আলীর (৪০) এর পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের পক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় রিকশায় অজ্ঞান হয়ে নিচে পড়ে যান মোকছেদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোকছেদ আলী ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কাউনিয়া আব্বাস ডাক্তার মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে মোকছেদ মিয়া প্রতিদিনের মতো জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের অষ্টধার ইউনিয়ন থেকে শহরে রিকশা চালাতে আসেন। এরপর সকাল থেকেই তিনি ভাড়ায় যাত্রী নিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যাচ্ছিলেন।

এমতাবস্থায় বিকেলের দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় এসে রিকশা থেকে অজ্ঞান হয়ে পড়ে যান মোকছেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এরই অংশ হিসেবে তিনি মৃত মোকছেদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০