ডিএসইতে লুজারের শীর্ষে সাভার রিফ্যাক্টরিজ, সিএসইতে এশিয়া ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে লুজারের শীর্ষে সাভার রিফ্যাক্টরিজ, সিএসইতে এশিয়া ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে বিবিধ খাতের সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড। অন্যদিকে একই অবস্থানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রয়েছে বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। উভয় স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ রোববার সাভার রিফ্যাক্টরিজের শেয়ার দর ৮.২৯ শতাংশ কমে লুজারের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রহিমা ফুডের ৬.২৮ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৭১ শতাংশ, বেক্সিম সিনথেটিকসের ৪.৭০ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের ৩.৮৬ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৬৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.২৫ শতাংশ, ইস্টার্ণ লূব্রিকেন্টসের ৩.১৯ শতাংশ এবং সমতা লেদারের ৩.১৫ শতাংশ শেয়ার দর কমেছে।

এদিকে, সিএসইতে এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৮৬ শতাংশ শেয়ার দর কমে লুজারের শীর্ষে উঠে আসে।

সিএসইতে লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৭.২১ শতাংশ, নদার্ণ ইন্স্যুরেন্সের ৬.৫৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৪.৯৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের ৩.৮৬ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৩.৮৫ শতাংশ, রহিমা ফুডের ৩.৫১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ এবং বেক্সিম সিনথেটিকসের ৩.৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *