ঢাকায় এডিবির প্রেসিডেন্ট

প্রচ্ছদ » বিনোদন » ঢাকায় এডিবির প্রেসিডেন্ট

takehiko-nakaoনিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে গতরাতে (সোমবার দিনগত) ঢাকায় এসেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিক নাকাও। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সফরকালে এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির অর্থায়নে বিদ্যুৎ, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং রেল যোগাযোগ খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ এডিবিতে ১৯৭৩ সালে যোগ দেয় এবং সদস্য দেশগুলোর মধ্যে এডিবি ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে। এ পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির শর্তহীন ঋণ, ইকুয়িটি ইনভেস্টম্যান্ট অ্যান্ড গ্যারান্টির (অংশিদারিত্ব বিনিয়োগ ও নিশ্চয়তা) পরিমাণ হচ্ছে প্রায় ৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *